সাংবাদিক শামসের মুক্তি দাবি জাবি ছাত্র ইউনিয়নের

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গোয়েন্দা পরিচয়ে সাদা পোশাকে তুলে নেয়ার প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। আজ (বুধবার) জাবি ছাত্র ইউনিয়ন এই দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করে।

দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয় স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “মানুষের বাকস্বাধীনতা, লেখার স্বাধীনতা কেড়ে নিয়ে ফ্যাসিবাদী সরকার জনগণের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে। সাংবাদিক শামসুজ্জামানকে অপহরণের ঘটনা রাষ্ট্রীয় ফ্যাসিবাদেরই উলঙ্গ বহিঃপ্রকাশ। ২৪ ঘণ্টার ভেতর পুলিশি হেফাজতে থাকা সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি এবং এই অপহরণের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ”।

ছাত্র ইউনিয়ন সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্য রায় যৌথ বিবৃতিতে বলেন, “এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় দমন-নীপিড়নের চূড়ান্ত রূপ উঠে এসেছে আমাদের সামনে। মানুষকে বাকরুদ্ধকরণের পাঁয়তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সমাজের তৃতীয় শ্রেণীর খেটে খাওয়া মানুষও তার ভাত, মাছ, মাংসের দাবি তুলে ধরতে পারে না। দেশব্যাপী চলমান নীরব এই দুর্ভিক্ষের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছানোর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শামসুজ্জামান এহেন রাষ্ট্রীয় হেনস্থা ও অপহরণের শিকার হয়েছেন”।

উল্লেখ্য, “আমগো মাছ, মাংস, চাইলের স্বাধীনতা লাগবো” শীর্ষক শিরোনামে বিগত ২৬শে মার্চ জাতীয় দৈনিক ‘প্রথম আলো’য় প্রকাশিত ও তৎক্ষনাৎ অপসৃত সংবাদের প্রেক্ষিতে আজ (২৯শে মার্চ) মধ্যরাতে পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গোয়েন্দা পরিচয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় তার বাসভবন হতে তুলে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত পুলিশ তুলে নিয়ে যাওয়া বা গ্রেফতারের কথা স্বীকার করে নি।

   


পাঠকের মন্তব্য