ফরিদপুরের জিয়া হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

ফরিদপুর শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকা

ফরিদপুর শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকা

ফরিদপুর শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে মোঃ জিয়া মোল্যা (৩৫) কে হত্যায় দোষী সাব্যস্ত করে তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

১০ মে বুধবার দুপুর দেড়টায় ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ শিহাবুল ইসলাম এ আদেশ দেন। আদালতে এসময় আসামীরা উপস্থিত ছিলেন। রায় ঘোষনার পর পুলিশ প্রহরায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। 

যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীরা হলেন- পশ্চিম গঙ্গাবর্দী এলাকার মৃত ফাইজদ্দিন সরদারে পুত্র মোঃ বাবুল সরদার(৪৭), শাহীন সরদার (৪১) এবং মৃত গাফ্ফার মোল্যার পুত্র জুবায়ের মোল্যা (৩১)।

এজাহার সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে মোঃ জিয়া মোল্যা ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর তাদের বন্ধু ইমন প্রামানিকের মোটসাইকেল যোগে গোবিন্দপুর এলাকা হতে পশ্চিম গঙ্গাবর্দী বাড়িতে আসার পথে পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে আসামীরা জিয়াকে হত্যার জন্য এলোপাথারী কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপালে নিলে রাত সাড়ে ৯ টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরের দিন পহেলা অক্টোবর জিয়ার বাবা সাহিদ মোল্যা (৭৯) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ৯ জনকে আসামী করা হয়।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মোঃ সানোয়ার হোসেন বলেন, ৯ বছর পর জিয়া হত্যা মামলার রায়ে তিন জন আসামীকে ৩০২ ও ৩৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।  এ রায়ে আমরা অত্যান্ত খুশি। এতে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

তিনি আরো বলেন, এ মামলার মোট ৯ জন আসামী ছিলেন এর মধ্যে ২ জন আসামী পলাতক ছিলেন ও ৭ জন আসামী রায় ঘোষনার সময় উপস্থিত ছিলেন। পলাতক আসামীসহ ৬ জন আসামীকে আদালত খালাস প্রদান করেছে।

 

   


পাঠকের মন্তব্য