নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর আয়োজনে প্রস্তুতি সভা 

উপজেলার ঐতিহ্যবাহী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়

উপজেলার ঐতিহ্যবাহী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা প্রাক্তন সকল শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার  লক্ষ্যে এক প্রস্তুতিমূলক ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি ১৯৯২  ব্যাচ থেকে ২০২২ ইং ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্রের একটি কক্ষে এ প্রস্তুতিমূলক ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১৯৯২ ব্যাচের আনিসুজ্জামান মুকুলকে আহ্বায়ক, একই ব্যাচের মফিজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, ১৯৯৩ ব্যাচের মোশারফ হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। 

এছাড়া প্রতিটি ব্যাচ থেকে দুই জন করে সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়রদের পদায়ন করা হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানকে  দিনব্যাপী নানা আয়োজন ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে মুখরিত করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচ থেকে ২০২২ ব্যাচ পর্যন্ত কমপক্ষে দুই হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়ার আশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠিতব্য এ পুনর্মিলনী অনুষ্ঠানে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাসহ রেফেল ড্রয়েরও ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ঐতিহ্যবাহী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় পরিবার’ এর যাত্রা অল্প সময়ের হলেও এ গ্রুপে সদস্য রয়েছেন অগনিত। অনুষ্ঠানে প্রতিটি এলাকা থেকেই অংশ নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখবে প্রাক্তণ শিক্ষার্থীরা।

এ সময় আহ্বায়ক আনিসুজ্জামান মুকুল বলেন, স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মিলবে এই আয়োজনে।

সদস্য সচিব মোশাররফ হোসেন বলেন,শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দুস্থ মানুষের সহায়তায় ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তে।

   


পাঠকের মন্তব্য