তাজিয়া মিছিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভারতে ৪ জনের মৃত্যু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ৪ জনের মৃত্যু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ৪ জনের মৃত্যু

মহররমের তাজিয়া মিছিল বের করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরো ৭ জন। শনিবার সকাল দশটার দিকে ঝাড়খণ্ডের বোকারোর পেতেরওয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে খবর, সকাল ছয়টা নাগাদ ওই শোভাযাত্রাটি যখন খেটগো গ্রামের ভিতর প্রবেশ করছিল, সেসময় ওপর দিয়ে যাওয়া হাইটেনশনের তার এসে লাগে শোভাযাত্রায় থাকা পতাকা বহনকারী একটি লোহার রডে। আহতদের বোকারো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বোকারোর ডেপুটি কমিশনার কুলদীপ চৌধুরী জানান সাধারণত কোন এলাকায় মহরমের তাজিয়া বেরোলে সেখানে বিদ্যুৎ সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়া হয়। কিন্তু এখানে কেন সেরকমটা হলো না কেনো, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া শোভাযাত্রায় লোহা জাতীয় কোন জিনিস নিয়েও বেরোনোয় নিষেধাজ্ঞা আছে।' স্থানীয় সূত্রে জানা গেছে তাজিয়ার উচ্চতা ছিল প্রায় ১৫ ফুট।' 

আহত সাত  জনের চিকিৎসা চলছে, তারা সকলেই স্থিতিশীল রয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

   


পাঠকের মন্তব্য