পানির খোঁজে ৪৭ বছর পর চাঁদে রুশ অভিযান

দীর্ঘ ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে চাঁদে অভিযান

দীর্ঘ ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে চাঁদে অভিযান

দীর্ঘ ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে চাঁদে অভিযান শুরু করল রাশিয়া। চাঁদে অভিযান চালাতে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। রুশ মহাকাশযান লুনা-২৫-এর লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে অবতরণ করা। এ অভিযানে চাঁদের পৃষ্ঠে পানির অস্তিত্ব অনুসন্ধান করবেন রুশ বিজ্ঞানীরা।

শুক্রবার মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রাশিয়ার লুনা ২৫। রাশিয়ার ভোস্টোচনি মহাকাশ লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়।  এর আগে ১৯৭৬ সালের পর এই প্রথম চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাল রাশিয়া। মস্কোর স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ১০ মিনিটে চাঁদের উদ্দেশে রওনা হয় লুনা-২৫।

চাঁদের বলয়ে পৌঁছতে রুশ মহাকাশযানটির লাগবে প্রায় পাঁচ দিন। এরপর মহাকাশযানটি প্রায় পাঁচ থেকে সাত দিন চাঁদকে প্রদক্ষিণ করে কক্ষপথে নিচে নামতে থাকবে।

এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় রুশ মহাকাশ সংস্থা রসকসমসকে অভিনন্দন জানানো হয়েছে। এতে লেখা হয়, আমাদের মহাকাশ যাত্রায় আরো একটি মিটিং পয়েন্ট পাওয়ায় আমরা আনন্দিত।

চন্দ্রযান-৩ ও লুনা-২৫ যাতে তাদের লক্ষ্য পূরণে সফল হয়। উল্লেখ্য, গত ১৪ জুলাই  অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ নভোযানটি উৎক্ষেপণ করেছে ভারত। ২৩ আগস্ট রুশ মহাকাশযানের চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কথা। সেই একই দিনে ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভারেরও চাঁদের মাটিতে পা রাখার কথা।  লুনা ২৫-এর চারপায়া ল্যান্ডারের ওজন প্রায় ৮০০ কেজি।

রুশ মহাকাশ সংস্থা রসকসমস বলছে, মডিউলটি এক বছরের জন্য কাজ করবে। মাটির নমুনা গ্রহণ, বিশ্লেষণ করবে এবং চন্দ্রপৃষ্ঠের উপাদান ও বায়ুমণ্ডলের ওপর দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে।  সূত্র : রয়টার্স

   


পাঠকের মন্তব্য