শামীম আহসানের পরিচালনায় বাউল সুকুমারের মানব দেহ

সংগীতে বাউল সুকুমার

সংগীতে বাউল সুকুমার

চ্যানেল এইচ এম এর ব্যানারে খুব শীঘ্রই আসছে এইচ এম নিপুর কথা ও সুরে অপু রায়হানের সংগীতে বাউল সুকুমার এর দরদী কন্ঠে দেহতাত্ত্বিক গান "মানব দেহ"।বগুড়ার চমৎকার লোকেশনে ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শামীম আহসান।

গানটি প্রসঙ্গে বাউল সুকুমার বলেন,"মানব দেহ" এমন একটি গান যে গান আমাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে, আশাকরি সকলেই আমার এ গানটি পছন্দ করবে। গানটির গীতিকার এবং সুরকার এইচ এম নিপু বলেন,আমাদের জীবন শুরু হয় মৃত্যুর জন্য; মৃত্যু চেতনা হীন কোন মানুষ পৃথিবীতে নেই। “এই মানব দেহ পঁচে-গলে সবই যাবে রসাতলে” এই সত্য সবার, এই সত্য চিরন্তন।

মানব দেহ গানটির নির্মাতা শামীম আহসান বলেন,মৃত্যু অনিবার্য। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানব দেহ এমন একটি গান যে গান মরণের কথা মনে করিয়ে দিবে।

   


পাঠকের মন্তব্য