ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার বদ্ধপরিকর

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

পাইকগাছা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/ ২০২৪-২৫ মৌসুমে পাট ও উপশী আউশ ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কালে খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, কৃষি ও প্রন্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলার ৪ শত কৃষক- কৃষাণিদের মাঝে এই যে বীজ, সার প্রণোদনা সহায়তা দিচ্ছেন তারা অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না। 

ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,কৃষকদের প্রণোদনা দিয়ে কৃষিখাতকে আরো গতিশীল করতে সরকার বদ্ধ পরিকর। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বুধবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু ও ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। 

এসময়ে একটা পৌরসভা ও ১০টা ইউনিয়নের ৪ শ কৃষকদের জনপ্রতি ৫ কেজি উফশী আউশ জাতের বীজ , ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি এবং ২ শত পাট চাষীদের মাঝে ১ কেজি বীজ প্রণোদনা সহায়তা প্রদান করা হয়। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা, সহকারী মো. শাহাজাহান আলী, উদ্ভিদ সংরক্ষণ বিশ্বজিত দাস, উপ সহকারী উত্তম কুমার কুন্ডু, সরাজ হোসেন, আ. কালাম আজাদ, দেবদাস রায়, মফিজুল রহমান, মো. এনামুল হক, ইয়াসমিন আলী, আফজাল হোসেন, সোহাগ হোসেন, নাহিদ মল্লিক, আতিউল্লাহ, জান্নাতুল ফেরদৌসী, রুবাইয়া খাতুন। এছাড়া সাংবাদিক , অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড় সহ উপকার ভোগী কৃষক - কৃষাণিরা উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য