ইতিহাসে এই দিন

  • ১২২৯ চেঙ্গিস খানের মৃত্যু।
  • ১৩৯৮ তৈমুর লং এর দিল্লী জয়
  • ১৬৭৫ দিল্লীতে নবম শিখ গুরু তেগ বাহাদুরের শিরচ্ছেদ।
  • ১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে বাংলার লোককাহিনীর প্রথম সংগ্রাহক রেভারেন্ড লাল বিহারী দে’র জন্ম।
  • ১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথার বিলোপ ঘটে।
  • ১৮৭৮ সালে সোভিয়েত নেতা যোসেফ স্টালিন জন্মগ্রহণ করেন।
  • ১৯১২ মার্কিন কংগ্রেসে অশিক্ষিত অভিবাসী প্রবেশ নিষিদ্ধ আইন পাস।<
  • ১৯১৩ জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্টের জন্ম।
  • ১৯১৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইড্রো উইলসন প্রেসিডেন্ট থাকা অবস্থায় এডিং বোলিং গাল্টকে বিয়ে করেন।
  • ১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক সাংবাদিক ও শহীদ সাবেরের জন্ম।
  • ১৯৩৯ সালে মার্কিন নোবেল বিজয়ী বিজ্ঞানী হ্যারল্ড ই ভারমুস জন্মগ্রহণ করেন।
  • ১৯৪৬ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার স্টিফেন স্পিলবার্গ জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৬ সালে জাপান জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৬৯ ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।
  • ১৯৭২ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধন।
  • ১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রগতিবাদী লেখক কমরেড মুজফফর আহমদের মৃত্যু।
  • ১৯৮০ সাবেক সোভিয়েত কমিউনিস্ট নেতা আলেকসেই কোসিজিনের মৃত্যু।
  • ১৯৮৩ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের মৃত্যু।
  • ১৯৯৯ স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।
  •    


    পাঠকের মন্তব্য