ইতিহাসে এই দিন প্রজন্মকন্ঠ প্রবন্ধ ১০ মার্চ, ২০১৯ সময় - ১১:৩২:২১ অ- অ অ+ ১০২৫ সালের এই দিনে বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৫৫২ সালের এই দিনে মরিশাস লিঞ্জ দখল করে। ১৫৯০ সালের এই দিনে তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদের জন্ম। ১৭৫৭ সালের এই দিনে অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে। ১৮০৯ সালের এই দিনে ভারতীয় কবি, চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও জন্মগ্রহন করেন । ১৮৫৩ সালের এই দিনে এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়। ১৮৮৯ সালের এই দিনে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় পরলোকগমন করেন। ১৯৩০ সালের এই দিনে ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে। ১৯৪৬ সালের এই দিনে হেগে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালের এই দিনে লিগ অব নেশন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।এর সম্পদ জাতিসংঘের কাছে অর্পিত হয়। ১৯৫৫ সালের এই দিনে নোবেলজয়ী (১৯২১) খ্যাতনামা জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু। ১৯৫৫ সালের এই দিনে ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫৯ সালের এই দিনে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের মৃত্যু। ১৯৬৩ সালের এই দিনে সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায় পরলোকগমন করেন। ১৯৭১ সালের এই দিনে কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন। ১৯৭৫ সালের এই দিনে কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয়। ১৯৮০ সালের এই দিনে জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৮৬ সালের এই দিনে গ্রন্থাকার, রাজনীতিবিদ ও জাতীয়তাবাদী নেতা অতুল্য ঘোষের মৃত্যু। ১৯৯৬ সালের এই দিনে ইহুদীবাদী ইসরাইলের জঙ্গীবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়। পাঠকের মন্তব্য প্রজন্মকন্ঠ - Projonmo Kantho Online Bangla News নতুন ভিসা নিষেধাজ্ঞা; কিভাবে দেখছে বিএনপি ও আ'লীগ তানজিম হাসানেরা কেন নারীবিদ্বেষী হয়ে উঠেছেন ? স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন সোহানুর রহমান সোহান সারাদিন সুদি ব্যবসায় যুক্ত থেকে দিন শেষে হালাল সাবান খুঁজছি ‘শীর্ষ ২০ অর্থনীতির একটি দেশ হবে বাংলাদেশ’ সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়িয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে কে এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া ? ড. মুহাম্মদ ইউনূস : মুখোশের আড়ালে আসল মানুষটি !
পাঠকের মন্তব্য