ইতিহাসে এই দিন প্রজন্মকন্ঠ প্রবন্ধ ১০ মার্চ, ২০১৯ সময় - ১১:৩২:২১ অ- অ অ+ ৭৬২ সালের এই দিনে খলিফা আল মনসুর বাগদাদ শহরের প্রতিষ্ঠা করেন। ১৫০২ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস হন্ডুরাসের উপকূলে গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন। ১৬০২ সালের এই দিনে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও উপনিবেশিক তৎপরতা শুরু হয়। ১৬২৯ সালের এই দিনে ইতালির ন্যাপলস শহরে ভূমিকম্পে কমপক্ষে ১০ হাজার লোক প্রাণ হারায়। ১৬৫৬ সালের এই দিনে পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়। ১৭৭১ সালের এই দিনে ইংরেজ কবি টমাস গ্রের মৃত্যু। ১৮৫৫ সালের এই দিনে জার্মান শিল্পপতি সিমেন্স কম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স জন্মগ্রহণ করেন। ১৮৬৩ সালের এই দিনে মার্কিন মোটরগাড়ি উৎপাদনকারী হেনরি ফোর্ডের জন্ম। ১৮৭৪ সালের এই দিনে ব্রিটিশ ফুটবলার বিলি মেরেডিথ জন্মগ্রহন করেন। ১৮৮২ সালের এই দিনে বিপ্লবী সত্যেন বোস-এর জন্ম। ১৮৮৬ সালের এই দিনে এস মুথুলক্ষ্মী রেড্ডি-র জন্ম। ১৮৯৭ সালের এই দিনে সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কাজী মোতাহার হোসেনের জন্ম। ১৮৯৮ সালের এই দিনে জার্মান রাষ্ট্রনায়ক অটোফন বিসমার্কের মৃত্যু। ১৮৯৮ সালের এই দিনে বিশ্বখ্যাত ইংরেজ ভাস্কর হেনরি মুরের জন্ম। ১৯১৪ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু। ১৯৩৫ সালের এই দিনে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়। ১৯৪৮ সালের এই দিনে লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়। ১৯৫৫ সালের এই দিনে বাগের হাটে বাংলাদেশের চলচিত্র অভিনেত্রী ববিতা জন্মগ্রহন করেন । ১৯৬৪ সালের এই দিনে প্রখ্যাত জার্মান ফুটবলার ইয়োর্গেন ক্লিন্সম্যান জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালের এই দিনে মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়। ১৯৮০ সালের এই দিনে চারুশিল্পী গোপাল ঘোষের মৃত্যু। ১৯৮০ সালের এই দিনে পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে। ১৯৮৭ সালের এই দিনে সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মৃত্যু। ১৯৯৮ সালের এই দিনে জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৭ সালের এই দিনে সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক ইংমার বার্গম্যান মৃত্যুবরণ করেন। পাঠকের মন্তব্য প্রজন্মকন্ঠ - Projonmo Kantho Online Bangla News সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণী কামরুন্নেসার ইন্তেকাল একাত্তরে ধর্ষণ শিবির থেকে বেঁচে ফেরা নারীদের কথা স্কুলে-স্কুলে শিশুদের কৃমিনাশক সেবন শুরু ৪ জুন গাজীপুরের পর চার সিটি নিয়ে মনযোগী আওয়ামী লীগ গাজীপুর সিটির ৪৮০ কেন্দ্রের ভোটের ফল বিশ্লেষণের চিত্র এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট স্বাধীনতার পর এখন পর্যন্ত জাতীয় নির্বাচন; জয় পরাজয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান আর নেই
পাঠকের মন্তব্য