ইতিহাসে এই দিন

  • ৬৪৪ সালের এই দিনে খলিফা হযরত ওমর [রাঃ] আততায়ীর হাতে নিহত হন।
  • ১৪৭০ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা পঞ্চম এডওয়ার্ডের জন্ম।
  • ১৪৯৩ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ডোমিনিকা আবিষ্কার করেন।
  • ১৬০৪ সালের এই দিনে তুরস্কের সুলতান দ্বিতীয় ওসমানের জন্ম।
  • ১৬১৮ সালের এই দিনে মোগল সম্রাট আওরঙ্গজেবের জন্ম।
  • ১৬৪৩ সালের এই দিনে সুইস গণিতবিদ ও জ্যোতির্বিদ পল গুল্ডিনের মৃত্যু।
  • ১৬৫৫ সালের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স সামরিক ও বাণিজ্যিক চুক্তি করে।
  • ১৭৬২ সালের এই দিনে ইংল্যান্ড ও স্পেনের মধ্যে চুক্তি হয়।
  • ১৭৯৬ সালের এই দিনে জন অ্যাডামস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৮১৪ সালের এই দিনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছিলো ভিয়েনা কংগ্রেসের বৈঠক।
  • ১৮৩৯ সালের এই দিনে বৃটেনের যুদ্ধ জাহাজ চীনের বেসামরিক জাহাজের উপর হামলা শুরু করে এবং তার পরিণামে আফিম যু্দ্ধের সূচনা হয়।
  • ১৮৬৬ সালের এই দিনে গবেষক ও পণ্ডিত দীনেশ চন্দ্র সেনের জন্ম।
  • ১৮৬৯ সালের এই দিনে কানাডার হ্যামিল্টন ফুটবল ক্লাব গঠিত হয়।
  • ১৮৯৭ সালের এই দিনে সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীনের জন্ম।
  • ১৯০৩ সালের এই দিনে মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯১৯ সালের এই দিনে রস সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের দেহাবসান।
  • ১৯২৮ সালের এই দিনে তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করে।
  • ১৯৩৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন জন্মগ্রহন করেন।
  • ১৯৪৫ সালের এই দিনে প্রাক্তন পশ্চিম জার্মান ফুটবলার গার্ড ম্যুলার জন্মগ্রহন করেন।
  • ১৯৫৪ সালের এই দিনে ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আঁরি মাতিসের মৃত্যু।
  • ১৯৫৭ সালের এই দিনে ‘লাইকা’ নামক কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম রুশ নভোযান ‘স্পুৎনিক-২’ মহাশূন্যে প্রেরিত হয়।
  • ১৯৬৪ সালের এই দিনে ইরানের ধর্মীয় নগরী কোমে হামলা করে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ পাহলভীর বাহিনী ইসলামী বিপ্লবের নেতা হযরত ইমাম খোমেনী (রহঃ )কে গ্রেফতার এবং পরে তাকে তুরস্কে নির্বাসিত করেছিলো।
  • ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদ মৃত্যুবরণ করেন।
  • ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম.মনসুর আলী ও কামরুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগারে মর্মান্তিকভাবে নিহত হন।
  • ১৯৭৭ সালের এই দিনে বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরত-এ-খুদার মৃত্যু।
  • ১৯৭৮ সালের এই দিনে চলমান ইসলামী আন্দোলন দমন করার জন্য ইরানের সাবেক শাসক শাহের বাহিনী তেহরানের ছাত্র বিক্ষোভের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো।
  •    


    পাঠকের মন্তব্য