‘আর্জেন্টিনা বাদ পড়লেও ব্রাজিল শিরোপা জিতুক’

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি

আর্জেন্টিনা আছে বিশ্বকাপের মঞ্চ থেকে বাদ পড়ার শঙ্কায়। মেসির ভাষায়, তাদের প্রতিটি ম্যাচই এখন একেকটা ফাইনাল। টিকে থাকতে গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তেদের। 

তবে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি চান, আর্জেন্টিনা বাদ পড়লেও শিরোপা যেন ব্রাজিল পায়।

বিশ্বকাপে ফেবারিট হিসেবেই এসেছিল আর্জেন্টিনা। সৌদি আরব, পোল্যান্ড আর মেক্সিকোকে নিয়ে মোটামুটি সহজ গ্রুপ পেয়ে খুশিই হয়েছিল আর্জেন্টিনার সমর্থকরা। কিন্তু সব হিসেব পাল্টে দিয়েছে সৌদি আরব। প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় গ্রিন ফ্যালকনরা। পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পেলেও শেষ ষোলো নিয়ে অনিশ্চয়তা কাটেনি আলবিসেলেস্তেদের।

পোল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বুধবার (৩০ নভেম্বর) জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পা রাখবে আর্জেন্টিনা। তবে ড্র করলে সম্ভাবনা ঝুলে যাবে নানা সমীকরণে। কিন্তু, হারলেই আসর থেকে বিদায় নিতে হবে লিওনেল মেসিদের। তাই গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আর্জেন্টিনা।

পোল্যান্ড ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। সেখানে অনেক কথার পাশাপাশি জানিয়েছেন, কোনো কারণে আর্জেন্টিনা বাদ পড়লে কার হাতে দেখতে চান বিশ্বকাপের শিরোপা।

লাতিন ফুটবলের ভক্ত স্ক্যালোনি চান আর্জেন্টিনা যদি এ টুর্নামেন্টের কোনো পর্যায়ে বাদ পড়ে যায়, তবে শিরোপা যেন দক্ষিণ আমেরিকার কোনো দেশই পায়। এ ক্ষেত্রে তার বিশেষ পছন্দ ব্রাজিল।

বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। নিজেদের প্রথম দুই ম্যাচেই সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো। চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন বলেই জানান তিনি।

স্ক্যালোনি বলেন, ‘বিশ্বকাপের মত বড় জায়গায় আমরা যেই ম্যাচই খেলি না কেন সেটা গুরুত্বপূর্ণ। এটাই আমাদের দর্শন। আর ব্রাজিলের জন্য বলতে গেলে অবশ্যই এখন দক্ষিণ আমেরিকান হিসেবে আমি তাদের খেলা দেখে খুব খুশি।’

তিনি বলেন, ‘আমি প্রথমে দক্ষিণ আমেরিকার ফুটবলের ভক্ত। আমার অনেক বন্ধু আছে ব্রাজিলে এবং আর্জেন্টিনা যদি বিশ্বকাপের কোনো পর্যায়ে বাদ পড়ে যায় তাহলে আমি চাইবো দক্ষিণ আমেরিকার যে কোনো দল যেন বিশ্বকাপ জেতে। তারা অসাধারণ কাজ করছে। তারা এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে। তাদের জন্য শুভকামনা।’

দক্ষিণ আমেরিকা থেকে কাতার বিশ্বকাপে খেলছে চারটি দল। এর মধ্যে মঙ্গলবার সেনেগালের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইকুয়েডরের। আর্জেন্টিনা ও উরুগুয়েও আছে বাদ পড়ার শঙ্কায়। সে ক্ষেত্রে লাতিনের সম্মান রক্ষার ভার এখন ব্রাজিলের কাঁধেই।

   


পাঠকের মন্তব্য