আইপিএল ছেড়ে দেশে ফিরলেন ব্যাটসম্যান লিটন দাস

উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস

উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস

প্রথমবারের মতো আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন লিটন দাস। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন, করেন ৪ বলে ৪ রান। এরপর উইকেটের পেছনে সহজ স্টাম্পিং মিস করেন। ফলে এক ম্যাচ খেলার পরই লিটনকে একাদশের বাইরে ঠেলে দেয় কলকাতা টিম ম্যানেজম্যান্ট। এরই মধ্যে খবর, আইপিএল রেখে হঠাৎ করেই দেশে ফিরে এসেছেন উইকেটরক্ষক এই ব্যাটার। 

কলকাতা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সির কারণে দেশে ফিরে যেতে হলো লিটনকে। আজ (২৮ এপ্রিল) সকালেই ঢাকা গিয়েছেন তিনি। তার জন্য শুভ কামনা থাকবে, এই কঠিন সময়ে পরিবারের পাশে তার দাঁড়ানো জরুরি।’

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ এপ্রিলের ম্যাচে কলকাতার একাদশে প্রথম সুযোগ পান লিটন। আইপিএলে অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি। মাত্র ৪ রান করেন একটি বাউন্ডারিতে। পরে উইকেটকিপিংয়ে ভুলের কারণে ট্রলের শিকার হন সোশ্যাল মিডিয়ায়। ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরের ম্যাচে বাদ পড়েন। ২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও একাদশে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশি তারকা।

এক ম্যাচ খেলেই চেন্নাইয়ের বিপক্ষে একাদশে জায়গা হারান লিটন। তার বদলে কিপিং ও ওপেনিংয়ে জায়গা পান নারায়ণ জাগাদিশান। বেঙ্গালুরুর বিপক্ষেও এই ভারতীয় ক্রিকেটার জায়গা ধরে রাখেন। অবশ্য ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে ছিলেন লিটন। কিন্তু তাকে ব্যবহার করা হয়নি।

সব মিলিয়ে লিটন পাঁচ ম্যাচ কলকাতার সঙ্গে দলে ছিলেন। এর মধ্যে তৃতীয় ম্যাচে খেলেন তিনি। আগে-পরে দুটি করে ম্যাচে বেঞ্চে বসতে হয়েছে।

গত নিলামে প্রথমবার ডাক পাননি লিটন, দ্বিতীয় ডাকে ৫০ লাখ ভিত্তিমূল্যে তাকে কিনে নেয় কলকাতা। একই দলে জায়গা পান সাকিব আল হাসান। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সির কারণ দেখিয়ে আইপিএলে খেলতে ভারতে যাননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এখন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, তিনি খেলছেন দিল্লি ক্যাপিটালসে।

   


পাঠকের মন্তব্য