লক্ষীপুরে পারিবারিক চাপে প্রেমের জেরে আত্মহত্যা

উর্মী (১৮) লক্ষীপুর মহিলা কলেজ

উর্মী (১৮) লক্ষীপুর মহিলা কলেজ

মৃত্যু পূর্ব নির্ধারিত। কিছু মৃত্যু প্রত্যাশিত আবার কিছু মৃত্যু অপ্রত্যাশিত। স্বাভাবিক মৃত্যু যেমন খুব সহজে মেনে নেওয়া যায়, অস্বাভাবিক মৃত্যুকে তেমনি মেনে নিতে কষ্ট হয়। তবুও নিয়তির খেলায় পৃথিবীতে মৃত্যুকে মেনে নিয়েই জীবন কাটাতে হয়।

প্রত্যাশার উর্ধে এমনি এক মৃত্যু কাঁদিয়ে দিল পুরো পরিবার, আত্নীয়স্বজন,পাড়া প্রতিবেশী এমনকি পুরো এলাকাকে। লক্ষীপুর জেলার সদর এবং রায়পুর উপজেলার সীমান্তবর্তী কালাজীর দরজা নামক স্থানে উর্মী নামের এক মেয়ে গতরাতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। উর্মী (১৮) লক্ষীপুর মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায় যে, উর্মীর বিয়ে ঠিক করা হয় তার বাবা মায়ের সিদ্ধান্তে। উর্মীর এই বিয়েতে মত ছিলনা।সে অন্য এক ছেলের সাথে সম্পর্কের জেরে বিয়েটা করতে অস্বীকার করে। এতে পরিবারের সদস্যরা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে বকাবকি এমনি মারধরও করে। কিন্তু উর্মী কিছুতেই পারিবারিক বিয়েতে রাজি হয়নি।
 
এদিকে গতকাল সকাল হতেই উর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার আত্মীয় স্বজন এমনকি কয়েকজন বন্ধু বান্ধবের বাড়ি খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি তার। পরিশেষে, গতরাতে তার বাড়ির পাশে একটি নব নির্মিত অসম্পূর্ণ ভবনে উর্মীর ঝুলন্ত দেহ পাওয়া যায়।

লক্ষীপুর জেলা এবং রায়পুর উপজেলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ পোষ্টমর্টেম করার জন্য সদর থানায় নিয়ে যান।

   


পাঠকের মন্তব্য