রাঙামাটিতে (পিসিএনপি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা শাখার সভাপতি মো.সাব্বির আহমেদ

রাঙামাটি জেলা শাখার সভাপতি মো.সাব্বির আহমেদ

শনিবার সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি শহরের বনরুপায় একটি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করার লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো.সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নাদিরুজ্জামান, সহ-সভাপতি আমির মো. ছাবের, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পিসিএনপির জেলা কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান, মহিলা পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক আছমা মল্লিক, ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. হাবিব আজমসহ পিসিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই এক ও অবিচ্ছেদ্য অংশ। মতবিনিময় সভা থেকে সকল জাতি গোষ্ঠীর প্রতি সকল ধরণের বৈষম্য দূর করার জন্য আহ্বান জানান বক্তারা। এক দেশে দু’ধরনের আইন বিরাজমান। জেলা পরিষদ, পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে শুধু উপজাতীরাই নিয়োগ পাবেন। বাঙালিদের প্রার্থী হওয়ারও কোনো সুযোগ নেই। স্থায়ী বাসিন্দা সনদ নিতে হয় স্থানীয় উপজাতি হেডম্যানদের কাছ থেকে। 

স্থায়ী বাসিন্দার সনদ ভোটাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিযোগ রয়েছে উপজাতি অধ্যুষিত অঞ্চলে বসবাসরত বাঙালিদেরকে কৌশলে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে বহিরাগত বলে মানসিকভাবে দুর্বল করে রাখা হচ্ছে। বসবাসরত জনসংখ্যার অর্ধেক বাঙালি হওয়া সত্ত্বেও তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা নেই।

   


পাঠকের মন্তব্য