পাইকগাছায় নিয়োগ বাণিজ্য; প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন 

প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পাইকগাছায় ইউ আর এস এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ এর বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলাধীন হরিঢালী ইউপি'র উলুডাঙ্গা রহিমপুর বাজারে ভূক্তভোগীদের পক্ষে এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের আয়োজনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আব্দুল  গণি মোড়ল।

বক্তব্য রাখেন সঞ্জয় মজুমদার, শহীদুজ্জামান মোড়ল, দিনু মজুমদার, বিদ্যালয়ের পিটিআই সদস্য মীর ইদ্রিস আলী, মোঃ বাচ্চু মোড়ল ও ভুক্তভোগী মো: মোক্তার হোসেন। 

মানবন্ধনে বক্তারা বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারী কাম নৈশ প্রহরী পদে মোক্তার হোসেনের কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করেন। তবে প্রশান্ত সরকার নামে এক ব্যক্তি ১০ লাখ টাকা দেয়ায় মোক্তারকে চাকুরি না দিয়ে প্রশান্তকে চাকুরি দেন। 

তবে প্রধান শিক্ষক তিনি ১ লক্ষ টাকা ফেরৎ দিলেও অবশিষ্ট ৬ লক্ষ টাকা না দেয়ায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোক্তার হোসেন মামলা করেছেন।বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদনের জন্য পিবিআই’ খুলনাকে দিয়েছেন। 

এদিকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধনে বক্তরা বক্তব্য রাখেন।

   


পাঠকের মন্তব্য