প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন রংপুরের আরো ১২৪ পরিবার  

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রংপুর সদর উপজেলায় চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন ১২৪ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর। সঙ্গে থাকবে যাবতীয় নামজারি খতিয়ানসহ দলিল। গতকাল মঙ্গলবার ২১ মার্চ বিকেলে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম এ তথ্য জানান। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, চতুর্থ ধাপে উপজেলার ভমিহীন ও গৃহহীনদের জন্য ১৮৪ গৃহ বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে আজ ২২ মার্চ বুধবার নির্মাণ সম্পন্ন ১২৪টি ঘর হস্তান্তর করা হবে। অবশিষ্ট ৬০টি ঘর নির্মাণ কাজ চলছে। নির্মাণ সমাপ্ত হলে উপকারভোগীদের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে। ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ শ্লোগানে আশ্রয়ণ প্রকল্প-২ এর অনুকুলে জমি নেই, ঘর নেই এমন বিধবা, বয়স্ক, দুস্থ এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আজ বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই শতাংশ জমির দলিলসহ এই ঘরগুলো উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে হস্তাহন্তর করবেন। ওই দিন সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে উপহারের ঘর দেয়া হবে। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম আরো বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনদের জমি ও গৃহ প্রদান ইতিহাসে প্রথম ও সর্ববৃহৎ উদ্যোগ। রাষ্ট্রের পশ্চাৎপদ জনগোষ্ঠীকে মূলধারায় তুলে আনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাসগৃহ নির্মাণ করে জমির চিরস্থায়ী মালিকানা দেয়া হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের প্রমাণ। 

এ সময় সদরের সহ-কারী কমিশনার ভূমি মোঃ জায়িদ ইমরুল মোজক্কিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবদুল মতিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য