কক্সবাজারে পৃথক অভিযানে ৩ লাখ ইয়াবাসহ আটক-৫ 

র‌্যাব-১৫ কক্সবাজার পৃথক অভিযান

র‌্যাব-১৫ কক্সবাজার পৃথক অভিযান

র‌্যাব-১৫ কক্সবাজার পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা,নগদ ২ লক্ষ ৮৩ হাজার ৬০০ শত টাকা উদ্ধার সহ দুইজন মহিলাসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

গত ১৪ এপ্রিল র‌্যাব-১৫ এর নিকট বিশ্বস্থ সূত্রে খবর আসে, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি গাড়ী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। তৎক্ষণাৎ র‌্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ১০ টায় চট্টগ্রাম সাতকানিয়ার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করে। তল্লাশীকালে একটি কালো রংয়ের মিৎসুবিসি ডাবল কেবিন পিকআপ চেকপোস্টের সামনে আসলে গাড়ীটিকে থামিয়ে তল্লাশী করে ৩ লাখ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকা উদ্ধার সহ গাড়ির চালক আবু হানিফ (৩৬)’কে গ্রেফতার করা হয়েছে।

একইদিন বিকাল ৫ টায় বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি ঘুমধুম ৭নং ওয়ার্ডের আজোখাইয়াএলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

এছাড়াও শনিবার (১৫ এপ্রিল) মধ্যরাত সাড়ে ৩টায় কক্সবাজার সদরের ঝিলংজার ৮ নং ওয়ার্ডের খরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৬১ হাজার ৬০০ শত টাকাসহ আরও দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক দুজন সম্পর্কে মা ও মেয়ে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেন র‌্যাব-১৫।

   


পাঠকের মন্তব্য