কুতুবদিয়ায় এবার এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৯৯৪ জন

এসএসসি পরীক্ষায় (এসএসসি, দাখিল ও ভোকেশনাল)

এসএসসি পরীক্ষায় (এসএসসি, দাখিল ও ভোকেশনাল)

কুতুবদিয়ায় এবার এসএসসি পরীক্ষায় (এসএসসি, দাখিল ও ভোকেশনাল) সহ ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, কুতুবদিয়া উপজেলার ৫টি কেন্দ্রের মধ্যে এসএসসি’র ৩টি কেন্দ্রে ১ হাজার ৫৩৭ জন, দাখিল ১টি কেন্দ্রে ৪৩১ জন ও ভোকেশনালের ১টি কেন্দ্রে ২৬ জন পরীক্ষার্থী এবার ২০২৩ সালের এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এসএসসি’র ৩টি কেন্দ্রের মধ্যে- কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৪ জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৭৭৪ জন এবং কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৫০৯ জন। অন্যদিকে দাখিলের ১টি কেন্দ্রে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৩১ জন। এছাড়া ভোকেশনালের ১টি মাত্র কেন্দ্রে লেমশীখালী আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬ জন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, গত বছর এ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৭৪০ জন। গত বছরের তুলনায় এবার ২৫৪ জন বেশী পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করছে।

   


পাঠকের মন্তব্য