রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি শিশুসহ গুলিবিদ্ধ ৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিন শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে।

৮ মে (সোমবার) বেলা ১২টার দিকে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ওয়েষ্ট ৮ এর ব্লক এ/১৯ ও ক্যাম্প ৮ ইষ্ট এর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। সোমবার (৮ মে) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ শিশুরা হলো, ক্যাম্প ৮ ওয়েষ্ট এর এ/১৮ ব্লকের বাসিন্দা আমানুল্লাহর পুত্র কলিম উল্লাহ (৫৫), একই ক্যাম্পের এ/১৯ ব্লকের মোস্তাক আহমদের পুত্র মোহাম্মদ ফারুক (৭), ও জামাল উদ্দিনের পুত্র জসিম (৬), মোহাম্মদ করিমের পুত্র ওমর ফারুক (৭)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তুর্কি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।

   


পাঠকের মন্তব্য