তারাকান্দায় বিনা ২৪ ধানের মাঠ দিবস 

উপ-পরিচালক কৃষিবিদ মো: মতিউজ্জামান

উপ-পরিচালক কৃষিবিদ মো: মতিউজ্জামান

ময়মনসিংহের তারাকান্দায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনাধান-২৪ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৯ মে) বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ আয়োজনে ও তারাকান্দা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনাধান-২৪ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

মাঠ দিবস ময়মনসিংহ খামার বাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মো: মতিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউট ময়মনসিংহ মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউট ময়মনসিংহ পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল মালেক, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, বায়োটেকনোলজি বিভাগ, বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিউট ময়মনসিংহ ড. মোঃ ইমতিয়াজ উদ্দিন, ময়মনসিংহ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ফলিত গবেষণা ও সম্প্রসারন বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট ড. শামীমা বেগম, তারাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, কৃষি সপ্রসারণ কর্মকর্তা আরিফুল হক ও কায়ছার আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আহাদুল ইসলাম, কৃষক প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন শরীফ হাসান, মোঃ জব্বার হোসেন প্রমূখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মজিবুর রহমান।

   


পাঠকের মন্তব্য