সরিষাবাড়ীতে গোয়েন্দা সদস্যের ওপর এমপি প্রার্থীর লোকজনের হামলা

আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলার অভিযোগ

আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলার অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে গোয়েন্দা সংস্থার এক সদস্যের ওপর আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় দিকে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও দলের এমপি মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ আবদুর রশীদের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ চলছিল। এদিকে বাজারের প্রধান সড়কের জি.কে প্লাজার সামনে আওয়ামী লীগ নেতা আবদুর রশীদের সমর্থকরা পাল্টা অবস্থান নেয়। এসময় সমাবেশের খবর নিতে একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি (সার্জেন্ট) সেখানে যাচ্ছিলেন। জি.কে প্লাজা পার হওয়ার সময় অতর্কিত তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, গোয়েন্দা সংস্থার ওই সদস্য তাঁর মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। বিএনপির সমাবেশের তথ্য সংগ্রহে যাওয়ার পথে জি.কে প্লাজার সামনে তাঁর মোটরসাইকেলটি থামানো হয়। একপর্যায়ে আবদুর রশীদের ৮-১০ জন সমর্থক গোয়েন্দা সংস্থার ওই সদস্যকে বেধড়ক মারধর করতে থাকে। এসময় তিনি হামলাকারীদের নিবৃত্ত করেন বলেও জানান।

অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবদুর রশীদের মুঠোফোনে কল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, হামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

   


পাঠকের মন্তব্য