এনজিও'র গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ১ 

সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা

সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা

টেকনাফে ডিএনসির অভিযানে এনজিও সংস্থার ব্যবহৃত এসি মিনিবাস তল্লাশী করে ১লাখ ১৫হাজার ইয়াবাসহ ব্যবহৃত বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় উখিয়া রাজাপালংয়ের গাড়ি চালক শাহেদকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৩জুন রাত সাড়ে ১০টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম নিয়ে টেকনাফ পৌরসভার কে,কে পাড়ার বাদশা ভাত ঘরের সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে এনজিও সংস্থা কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক এর ব্যবহৃত এসি মিনিবাস তল্লাশী করে গাড়ির সাইড বডিতে বিশেষ কায়দায় লুকায়িত ১লাখ ১৫হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

এই ঘটনায় উক্ত গাড়ি চালক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ভূঁইয়া পাড়া সিকদার বিলের শাহ আলমের পুত্র মোহাম্মদ সাহেদ (১৯) কে গ্রেফতারের পর গাড়িটি জব্দ করা হয়।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোন) সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, এই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মাদক মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এই মাদক চোরাচালানের সাথে কে বা কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে বের করে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন।

   


পাঠকের মন্তব্য