বেরোবিসাসের নেতৃত্বে মাহমুদ জয় ও শিপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদ জয় এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের শিপন তালুকদার নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাংবাদিক সমিতির নির্বাচনের প্রধান কমিশনার গোলাম রব্বানী নির্বাচনী কার্যক্রম শেষে নতুন এ কমিটির ঘোষণা করেন।৭টি পদেই বিকল্প কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় সকলকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনী কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার গোলাম রব্বানীর সাথে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে দৈনিক অধিকারের আবু সাঈদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার কামরুজ্জামান হিমেল,দপ্তর সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের নাহিদুজ্জামান নাহিদ, কোষাধ্যক্ষ পদে ক্যাম্পাস লাইভ ২৪.কম এর সিদ্দিকুর রহমান সিদ্দিক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডেইলি ক্যাম্পাসের আনোয়ার হোসেন।

নির্বাচনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার পরে প্রধান নির্বাচন কমিশনার গোলাম রব্বানী বলেন, নবগঠিত এই সাংবাদিক সমিতি কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন না করে বরং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচার করবে বলে আশা রাখি।আগামীতে শিক্ষার্থী বান্ধব সংবাদ প্রকাশিত হবে এই কামনাই করি।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সম্পাদক বলেন,বেরোবিসাস শিক্ষার্থীদের স্বার্থে সবসময় নিয়োজিত থেকে দায়িত্ব পালন করে আসছে।বেগম রোকেয়া বিশ্বিবদ্যালয়ের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

   


পাঠকের মন্তব্য