স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বেরোবি ছাত্রলীগের কর্মসূচি  

বেরোবি শাখা ছাত্রলীগ

বেরোবি শাখা ছাত্রলীগ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সমাবেশ করেন বেরোবি শাখা ছাত্রলীগ। 

রবিবার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষনা অনুযায়ী,সোমবার (৬ মে) সকাল ১১ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমের নেতৃত্বে  বঙ্গবন্ধু ম্যুরাল থেকে পদযাত্রা ও সমাবেশ শুরু করে রাশেল চত্বরে এসে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেন সংগঠনটি। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ছাড়াও ছাত্রলীগ নেতাকর্মী ও প্রায় এক হাজার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল হাসান রুপম বলেন, এ গণহত্যা অন্যায়। ফিলিস্তিনের উপরে এই নির্মম অত্যাচার গোটা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। অন্যায় এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাই।

এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক টগর বলেন,একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীনতা ও শোষণ নিপীড়নমুক্ত করতে সারাবিশ্বকে ফিলিস্তিন নাগরিকদের পাশে দাড়াতে আহ্বান জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন শোষিত মানুষের জন্য কথা বলেছেন। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ফিলিস্তিনের পাশে দাড়িয়েছে।

ছাত্রলীগের সাধারণত সম্পাদক বলেন,স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দলোনের প্রতি সংহতি জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ফিলিস্তিনের পতাকা উত্তোলন,ছাত্র সমাবেশ ও পদযাত্রা আয়োজনের মধ্য দিয়ে সারাবিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বিনীত আহ্বান জানাই।

সভাপতি পোমেল বড়ুয়া বলেন, ফিলিস্তিনির উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তা দেখে সারাবিশ্বের শিক্ষার্থীরা আন্দোলন করছে।এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে  আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এই কর্মসূচি করছে।তারই অংশ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা একত্রিত হয়েছে।

   


পাঠকের মন্তব্য