Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, রবিবার, ২৭ মে ২০১৮ , সময়- ৭:৩০ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
শনিবার অভিযানে ১১ জেলায় বন্দুকযুদ্ধে অন্তত ১১ জন নিহিত  বার কাউন্সিল নির্বাচন : আ.লীগ সমর্থকদের নিরঙ্কুশ বিজয়  চলতি বছরের হজ ফ্লাইট বৃহস্পতিবার থেকে শুরু ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্তির বিষয়ে আদেশ সোমবার টেকনাফে যুবলীগের সাবেক সভাপতি একরাম কমিশনার ‘বন্দুকযুদ্ধে’ নিহত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাগ হলেও রবীন্দ্র-নজরুল অবিভক্ত : শেখ হাসিনা একান্ত বৈঠকে : তিস্তা নয়, মমতা উদ্যোগ বঙ্গবন্ধু'র নামে একটি মিউজিয়াম তৈরি ফাইনালে মুখোমুখি হবে হায়দরাবাদ ও চেন্নাই, আগামীকাল রোববার আগামী ৩ মাসের মধ্যে অনলাইন পত্রিকার রেজিষ্ট্রেশন : তথ্য প্রতিমন্ত্রী

সবুজ ছাতা হেলথ কেয়ার লিমিটেড সেন্টার ডিরেক্টর পদের জন্য নিয়োগ


অনলাইন ডেস্ক

আপডেট সময়: ৩ ডিসেম্বর ২০১৭ ১১:২৯ পিএম:
সবুজ ছাতা হেলথ কেয়ার লিমিটেড সেন্টার ডিরেক্টর পদের জন্য নিয়োগ

সবুজ ছাতা হেলথ কেয়ার লিমিটেড সেন্টার ডিরেক্টর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম: সেন্টার ডিরেক্টর

চাকরির প্রাসঙ্গিক বর্ণনা: শহর, গ্রামগঞ্জের সাধারণ মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে সহজলভ্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবুজ ছাতা হেলথ কেয়ার লিমিটেডের উদ্যোগে বেকার যুবক/যুবতীদের প্রশিক্ষণমূলক কাজের মাধ্যমে আত্ম-নির্ভরশীল করে গড়ে তুলে তাদের মাধ্যমে ইউনিয়ন ও থানা পর্যায়ে হেলথ সেন্টার/ডক্টর চেম্বারসহ ফার্মেসি/ক্লিনিক/ডায়াগনোস্টিক সেন্টার স্থাপন করা হচ্ছে।

তাই নিজ নিজ থানায় স্বাস্থ্য সেবায় ক্যারিয়ার গড়েতে আগ্রহী পুরুষ/মহিলারা নিম্ন নিয়মে আবেদন করুন।

চাকরির ধরন: ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক/D.M.F/D.H.M.S/সমমান।

অন্যান্য যোগ্যতা:
১) প্রার্থীকে সদস্য সংগ্রহ, টিম গঠন, পরিচালনা, সুপারভিশন ও প্রতিবেদন তৈরি করতে হবে। 
২) ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সদস্য সদস্য সংগ্রহ ও বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান। 
৩) স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে কাজের লক্ষ্যমাত্রা অর্জন ও কেন্দ্রের যাবতীয় হিসাব সংরক্ষণ। 
৪) নিজ এলাকায় কাজ করার জন্য স্বাস্থ্যকর্মী, চিকিৎসকসহ প্রয়োজীয় লোকবল বাছাই করা।

সেবার নিয়ম: কোম্পানির নিয়ম অনুযায়ী বাৎসরিক ভর্তি ফি এবং মাসিক সার্ভিস চার্জের মাধ্যমে পরিবারের সকল সদস্যকে পর্যায়ক্রমে প্রদত্ত সুবিধাসমূহ প্রদান করা হবে। 
১) স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান। 
২) বিনামূল্যে প্রেসার ও মাত্র ১৫ টাকায় ডায়াবেটিস টেস্ট।


৩। কোম্পানির সরবরাহকৃত ঔষধ বিনামূল্যে, অ্যালোপ্যাথিক ঔষধ ১৫-২০% ও অন্যান্য ঔষধ ২৫–৪০% পর্যন্ত কমিশনে প্রদান। 
৪) কোম্পানির ‘হ্যালো ডাক্তার’ সার্ভিস সেন্টার থেকে সেবা প্রদান। 
৫) ওয়ার্ড/ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে সেবা প্রদান। 
৬) ক্লিনিক/ডায়াগনোস্টিক সেন্টার থেকে ডাক্তার ফিসহ সকল প্রকার সেবা বিশেষ কমিশনে প্রদান।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন সীমা: ১৮,০০০ টাকা, নির্ধারিত কাজের বিনিময়ে মাসিক আয়/বেতন/ভাতা ১৫,০০০/- পরে বাড়বে।

অন্যান্য সুবিধা: এছাড়া উৎসব বোনাস, প্রফিট বোনাস, টিএ ও কোম্পানির নিয়ম অনুযায়ী বিবিধ সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়মাবলী: আগ্রহীদের পদের নাম, ই-মেইল, মোবাইল নম্বর, ছবিসহ বায়োডাটা আগামী ৭ ডিসেম্বর ১৭ ইং তারিখের মধ্যে ডাক/কুরিয়ার মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা:

মো. মাকছুদুল ইসলাম (জিএম)
সবুজ ছাতা হেলথ কেয়ার লিমিটেড

হেড অফিস: ১/৪, ব্লক#ডি, সেকশন#১১, মিরপুর, পল্লবী, ঢাকা- ১২১৬।

ওয়েবসাইট: www.shobujsata.com

আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ৭, ২০১৭।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top