ভ্র্যামমান আদালত
মাগুরায় অবৈধ ইটভাটা মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল
কাশেমুর রহমান শ্রাবণ, মাগুরা প্রতিনিধি
আপডেট সময়: ৩ জানুয়ারী ২০১৮ ৮:৫৯ এএম:

মাগুরা সদর উপজেলার দারিয়াপুর গ্রামে সুপার ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্র্যামমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগুরা সদর এসিল্যান্ড মৌসুমি জেরিন কান্তা এ আদালত পরিচালনা করেন।
মৌসুমি জেরিন কান্তা বলেন, জেলা প্রশাসনের অনুমতি ব্যাতিরেকে অবৈধভাবে ভাটা স্থাপন করে কাঠ পোড়ানোর অপরাধে ইটভাটা আইনের ২০১৩/৪ ধারা ও ৬ ধারায় ভাটা মালিক ইবাল হোসেন সেন্টুকে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে চিমনী ভেঙ্গে ও কাঁচা ইট নষ্ট করে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।