‘ইত্যাদি’ আবার প্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে
অনলাইন ডেস্ক
আপডেট সময়: ৭ জানুয়ারী ২০১৮ ১২:২৮ পিএম:

‘ইত্যাদি’ আবার প্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এই পর্বে আছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন।
কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় স্থানগুলোর উপর আছে একটি বিশেষ প্রতিবেদন। ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’-এর উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।
সম্প্রতি তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী ‘ইত্যাদি’ আবিষ্কৃত মাগুরার হালিমের উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। এছাড়াও কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ প্রকল্প, ঐতিহ্যবাহী বাতিঘর, লবণচাষ, মহেষখালীর পান এবং কক্সবাজারের সবচাইতে বৃহত্তম শুঁটকি পল্লী নাজিরারটেকের উপর রয়েছে কিছু তথ্যভিত্তিক প্রতিবেদন।