Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯ , সময়- ৮:০৬ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হলেন সালমান আরেকটি শিক্ষার্থীর আত্মহত্যা : কারণ এবং প্রতিকার কী ? পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভারত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন জয়  ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫ আমি কখনও সংলাপের কথা বলিনি : ওবায়দুল কাদের কাদের'কে স্টেডিয়ামে প্রকাশ্যে মাফ চাওয়ার আহ্বান  বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান সংরক্ষিত নারী আসনে আ'লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু  পদ্মা সেতুর পাশেই হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর

কমে গেছে গ্যাসের চাপ, দুর্ভোগে পড়েছেন নগরবাসী 


নিজস্ব প্রতিবেদক, প্রজন্মকণ্ঠ

আপডেট সময়: ৬ এপ্রিল ২০১৮ ৮:৩৯ পিএম:
কমে গেছে গ্যাসের চাপ, দুর্ভোগে পড়েছেন নগরবাসী 

রাজধানীতে হঠাৎ করেই বাসাবাড়িতে কমে গেছে গ্যাসের চাপ। সকাল থেকে নগরীর বাড্ডা, রামপুরা, মধুবাগ, মিরপুর ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গ্যাস বিতরণকারী সংস্থার পক্ষ থেকে সরবরাহ বন্ধের কোনো নোটিশ না থাকলেও, বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাচ্ছেন অনেকেই। এদিকে, শিগগিরই সারাদেশে গ্যাস সংকটের সমাধান হবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন, উদ্ভুত সংকটের কারণ খতিয়ে দেখা হবে।

রাজধানীর হীরাঝিল বস্তির নীরা। ২টি করে মোট ৪টি গ্যাস সংযোগের চুলা থাকলেও তাদের ভরসা মাটির চুলা। তারা বলেন, 'এখনই এই অবস্থা গরমকালেতো গ্যাস থাকেই না। ৩টা বাজে গ্যাস আসলে ৭ টা বাজতে বাজতে গ্যাস চলে যায়।'

শহরে যারা ফ্ল্যাটের বাসিন্দা, ভালো নেই তারাও। ছুটির দিনেও দিনভর অপেক্ষা শেষে তাদের শেষ ভরসা এলপি সিলিন্ডার। তারা বলেন, '৪টা বাজে ঘুম থেকে উঠে রান্না করতে হয়। সরকারি বন্ধের দিনও গ্যাস থাকে না।' গ্যাসের জন্য এমন অপেক্ষা রাজধানীর বাড্ডা থেকে রামপুর-বনশ্রী হয়ে মধুবাগ পর্যন্ত। মিরপুরের ইব্রাহিমপুর, কল্যানপুর, শ্যামলী জুড়েও এমন হাহাকার। রাজধানীতে সদ্য যুক্ত হওয়া দক্ষিণখান, উত্তরখানে তো বছরজুড়েই একই পরিস্থিতি।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ঠিক কী কারণে গ্রীষ্মকালে গ্যাসের এ সংকট তারা খতিয়ে দেখা হচ্ছে। শীতকালে গ্যাসের সংকট থাকলেও গ্রীষ্মকালের এ অনাকাঙ্খিত গ্যাস সংকট কতদিন ভোগাবে নগরবাসীকে উত্তর জানা নেই কারোরই।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top