Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ , সময়- ৭:১৪ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
গ্রেনেড হামলার মামলার রায়ে আমরা সন্তুষ্ট কিন্তু কিছু আপত্তি আছে : শাহরিয়ার আলম ড. কামাল বিএনপিতে যোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ : খালেদা জিয়া জাফরুল্লাহর বিরুদ্ধে সেনাকর্মকর্তার থানায় সাধারণ ডায়েরি, তদন্তে ডিবি কেন কমিশন সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার দেশের অন্যতম বৃহত্তম পুজো হিসেবে জায়গা করে নিয়েছে সিকদার বাড়ি গণমাধ্যমকর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা হবে সর্বোচ্চ ৩৬ ঘণ্টা  ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সম্পাদকদের মানববন্ধন, পরিষদের সাত দফা দাবি  একটি কমিশন গঠনের প্রস্তাব রেখে ‘সম্প্রচার আইন, ২০১৮’ এর খসড়া অনুমোদন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব : বেনজীর আহমেদ মজুরির নতুন কাঠামো বাস্তবায়নকে কেন্দ্র করে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

বরাবরের মত নেইমারের দখলে ১০ নম্বর জার্সি  


নিজস্ব প্রতিবেদক, প্রজন্মকণ্ঠ

আপডেট সময়: ৩ জুন ২০১৮ ৯:৫৭ পিএম:
বরাবরের মত নেইমারের দখলে ১০ নম্বর জার্সি  

বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত ব্রাজিল ফুটবল দল। আর মাত্র ১২ দিন পরই রাশিয়ায় শুরু হচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। আগামী ৩ জুন ও ১০ জুন ক্রোয়েশিয়া ও অষ্ট্রিয়ার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলোর আগেই বিশ্বকাপ স্কোয়াডের জার্সি নম্বর ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বরাবরের মত নেইমার তার প্রিয় ১০ নম্বর জার্সিই পেয়েছেন। তরুণ স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস পড়বেন ৯ নম্বর জার্সি।

অনেকেই পেশাদার ফুটবলে নিজের পছন্দের জার্সি নম্বরই পেয়েছেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ভালো একটি মৌসুম কাটিয়েছেন জেসুস। গোল করেছেন ১৭টি। যদিও ইনজুরির কারণে দশটি ম্যাচ খেলা হয়নি তার। সাবেক গ্রেট স্ট্রাইকার রোনালদোর ৯ নম্বর জার্সিই পাচ্ছেন তিনি। ২০১২ থেকেই ১০ নম্বর জার্সি পড়ে আসছেন নেইমার। রাশিয়া বিশ্বকাপেও সেই জার্সি থাকছে তার। ১১ নম্বর জার্সি পড়বেন উইঙ্গার ফিলিপ্পে কুটিনহো। ১ নম্বর জার্সি রাখা হয়েছে গোলরক্ষক অ্যালিসনের জন্য। দলের অন্য দুজন গোলরক্ষক ক্যাসিও এবং এডারসন পাচ্ছেন ১৬ ও ২৩ নম্বর জার্সি। ডগলাস কস্তা পড়বেন ৭ নম্বর জার্সি। রেনোতো আগুস্তোর জার্সি নম্বর ৮। মার্সেলো রিয়াল মাদ্রিদে ১২ নম্বর জার্সি পড়েন। ব্রাজিল দলের হয়েও তা অপরিবর্তিত থাকছে। তার ক্লাব ও জাতীয় দলে সতীর্থ কাসেমিরোর জার্সি নম্বর ৫। দানি আলভেসের ২ নম্বর জার্সি পাচ্ছেন থিয়াগো সিলভা। মিরান্ডা, জেরোমেল ও ফিলিপে লুইসের জার্সি নম্বর যথাক্রমে ৩, ৪ ও ৬। মারকিনহোস, দানিলো ও ফাগনার পড়বেন যথাক্রমে ১৩, ১৪ ও ২২ নম্বর জার্সি।

এক নজরে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর- 

১। অ্যালিসন

২। থিয়াগো সিলভা

৩। মিরান্ডা

৪। জেরোমেল

৫। কাসেমিরো

৬। ফিলিপে লুইস

৭। ডগলাস কস্তা

৮। রেনাতো আগুস্তো

৯। গ্যাব্রিয়েল জেসুস

১০। নেইমার

১১। ফিলিপ্পে কুটিনহো

১২। মার্সেলো

১৩। মারকিনহোস

১৪। দানিলো

১৫। পাওলিনহো

১৬। ক্যাসিও

১৭। ফারনানদিনহো

১৮। ফ্রেড

১৯। উইলিয়ান

২০। ফিরমিনো

২১। টাইসন

২২। ফাগনার

২৩। এডারসন


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top