Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮ , সময়- ৯:১০ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
এ পর্যন্ত ১১টি টেস্ট জিতেছে বাংলাদেশ  আতঙ্কিত ও ক্ষুব্ধ রোহিঙ্গারা, প্রত্যাবাসন স্থগিত  ক্ষমা চাইতে ফখরুলকে ছাত্রলীগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো ছাত্রলীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের যড়যন্ত্র সফল হবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বরই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : নির্বাচন কমিশন সচিব প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার বোনের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা বিএনপিকে রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন : সজীব ওয়াজেদ  নির্বাচনী সহিংসতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ | প্রজন্মকণ্ঠ বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আদেশ আগামী রোববার

লক্ষ লক্ষ তরুণ-তরুণীদের কাঁদিয়ে ‘এবি’ উড়াল দিলেন আকাশে । প্রজন্মকণ্ঠ 


প্রজন্মকণ্ঠ অনলাইন রিপোর্ট

আপডেট সময়: ২১ অক্টোবর ২০১৮ ১:০৫ এএম:
লক্ষ লক্ষ তরুণ-তরুণীদের কাঁদিয়ে ‘এবি’ উড়াল দিলেন আকাশে । প্রজন্মকণ্ঠ 

অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ও সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই৷ যাঁর গানের কথা ও সুর লক্ষ লক্ষ তরুণ-তরুণীর চোখে জল এনেছে, তাঁর মৃত্যুতে স্তব্ধ বাংলা৷ 

বাবা-মা’র রবিন, ভক্তদের ‘এবি’ :  আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন৷ বাবা-মা আদর করে ডাক নাম দেন রবিন৷ ছোটবেলা থেকেই ছিল সংগীতের প্রতি ব্যাপক আগ্রহ৷ তবে সংগীত জগতে বাচ্চুর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ফিলিংস ব্যান্ডের সাথে, ১৯৭৮ সালে৷ শহীদ মাহমুদ জঙ্গীর কথায় ‘হারানো বিকেলের গল্প’ তাঁর কন্ঠ দেয়া প্রথম গান৷ ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন৷

প্রথম অ্যালবাম : আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ প্রকাশ হয় ১৯৮৬ সালে৷ এই অ্যালবামটি তেমন একটা সাফল্য না পেলেও ১৯৮৮ সালে দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’ প্রকাশের পর আইয়ুব বাচ্চুর সফলতার গ্রাফ আর কখনো নীচে নামেনি৷

লাভ রানস ব্লাইন্ড : এলআরবি আর বাচ্চু পরস্পর থেকে অবিচ্ছেদ্য৷ সোলস ছাড়ার পর ১৯৯১ সালে গঠন করেন এলআরবি৷ শুরুতে এর নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’, পরে নাম পরিবর্তন করে ‘লাভ রানস ব্লাইন্ড’ করা হয়৷ এলআরবি নামেই ১৯৯২ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়৷ এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম দ্বৈত অ্যালবাম৷ এই অ্যালবামের ‘শেষ চিঠি কেন এমন চিঠি’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ গানগুলো জনপ্রিয়তা লাভ করে৷

‘রূপালি গিটার’ : ১৯৯৩ ও ১৯৯৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় ও তৃতীয় ব্যান্ড অ্যালবাম ‘সুখ’ ও ‘তবুও’৷ সুখ-এর ‘চলো বদলে যাই’ ও ‘রূপালি গিটার’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গান৷ ‘চলো বদলে যাই’ গানটির কথা ও সুর বাচ্চুরই৷ ১৯৯৫ সালে তৃতীয় একক অ্যালবাম ‘কষ্ট’কে অনেকেই সর্বকালের সেরা একক অ্যালবাম হিসেবে আখ্যা দিয়ে থাকেন৷ এই অ্যালবামের ‘কষ্ট কাকে বলে’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘অবাক হৃদয়’ ও ‘আমিও মানুষ’ ব্যাপক জনপ্রিয়তা পায়৷

‘অনন্ত প্রেমের’ সন্ধান : অনেক বাংলা ছবিতেও প্লেব্যাক করেছেন আইয়ুব বাচ্চু৷ তাঁর গাওয়া প্রথম চলচ্চিত্রের গান ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ বাংলা ছবির অন্যতম একটি জনপ্রিয় গান৷ এছাড়া ‘সাগরিকা’ ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘ব্যাচেলর’ ছবির ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘আম্মাজান’ ছবির ‘আম্মাজান’, বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে স্থান করে নিয়েছে৷

অনবদ্য গিটার : বাংলাদেশ তো বটেই, ভারতীয় উপমহাদেশের অন্যতম গিটারিস্টের মর্যাদা দেয়া হয় আইয়ুব বাচ্চুকে৷ গিটারের সংগ্রহও ছিল বাচ্চুর৷ এর মধ্যে পাঁচটি গিটার নতুন প্রজন্মের হাতে তুলে দিতে দেশব্যাপী গিটার প্রতিযোগিতা করতে চেয়েছিলেন তিনি৷ অর্থায়নের সংকটে সে উদ্যোগ সফল না হওয়ায় ক্ষুব্ধ বাচ্চু নিজের গিটারগুলো নিলামে তুলে দেয়ার ঘোষণা দিয়েছিলেন একবার৷ ঢাকার মগবাজারে ‘এবি কিচেন’ নামে নিজের স্টুডিও গড়ে তোলেন আইয়ুব বাচ্চু৷


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top